যশোরে শেখ হাসিনার আগমন উপলক্ষে চৌগাছা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতিসভা
টেলিগ্রাম রিপোর্ট
প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২২, ৫:২০ অপরাহ্ণ /
২৭২২০ ০
চৌগাছা পৌর প্রতিনিধিঃ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ পাঁচ বছর পর যশোরে আগমন উপলক্ষে চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাব চৌগাছা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দীন ইটু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্রেসক্লাব চৌগাছার সভাপতি জিয়াউর রহমান রিন্টু।
যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, সম্পাদক রোকনুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পাশাপোল ইউনিয়ন শাখার সভাপতি মেহেদী হাসান বাপ্পী, সিংহঝুলী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, ধুলিয়ানী ইউনিয়ন শাখার সভাপতি মোমিনুর রহমান, হাকিমপুর ইউনিয়ন শাখার সভাপতি ও ইউপি সদস্য শামসুজ্জোহা শিপু, সম্পাদক মারুফ হাসান, সাংগঠনিক সম্পাদক রয়েল, স্বরুপদাহ ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল্লাহ শহিদ, সম্পাদক বিদ্যুত হোসেন, নারায়নপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক লাভলুর রহমান, সুখপুকুরিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, এদিন জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোর ঈদগাহ ময়দানে জনসভায় ভাষণ দিয়েছিলেন তিনি।
আপনার মতামত লিখুন :