যশোরে সন্ত্রাসীদের ভয় একটি পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে থানায় অভিযোগ
টেলিগ্রাম রিপোর্ট
প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২২, ৯:১৮ অপরাহ্ণ /
২৭২২০ ০
টেলিগ্রাম রিপোর্ট : যশোরে জমিজমা সংক্রান্ত বিষয়ে সন্ত্রাসীদের ভয়ে সদর উপজেলার বাহাদুপরপুর গ্রামে জিয়াউর রহমান (৪৫) নামে এক ব্যক্তি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছেন জামান হোসেন নামে এক সন্ত্রাসী। জিয়াউর রহমান বর্তমানে নানা আশঙ্কতায় ভুগছেন। কোন উপায় না পেয়ে তিনি যশোর কোতোয়ালি থানায় তার নিরাপত্তার দাবিতে একটি অভিযোগ করেছেন।যশোর কোতোয়ালি থানায় দায়ের করা অভিযোগে জিয়াউর রহমান উল্লেখ করেছেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এলাকার মৃত মকবুল মোল্লার ছেলে জামান হোসেন (৩২) সহ অজ্ঞাতনামা কয়েকজন জিয়াউর রহমানসহ তার পরিবার-পরিজনরা দীর্ঘ ৪০ বছর আগে বাহাদুপুর গ্রামের ১০৬ নম্বর মৌজার ৩০৩ নম্বর দাগের ২৭ শতক জমি কিনে ভোগদখল করে আসছেন। ধুরন্ধর ও সুচতুর আসামি জামান পূর্ব শত্রুতার জেরে বছর চারেক আগে একটি রেকর্ড সংশোধনীর মামলা করে। কিন্তু জামান মামলায় হেরে যায়। এতে আরো ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালজ করেও জীবন মাসের হুমকি দেয়। এর জের ধরে গত বৃহস্পতবিার( ১০ নভেম্বর) সকাল ৯টার দিকে জামান ফের ওই জমিতে যায় এবং দখলের চেষ্টা করে। সে সময় জিয়াউর রহমান ও তার পরিবারের সদস্যরা বাঁধা দিলে আসামি জামান সহ অজ্ঞাতরা তাকে গালিগালাজ করে। পরে জীবণনাশের হুমকি ও বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে চলে যায়। বর্তমানে জিয়াউর রহমান ও তার পরিবার জীবনাশংকায় ভুগছেন। এই ঘটনায় কোতয়ালি থানায় জিয়াউর রহমান ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে একটি অভিযোগ দিয়েছেন । তার দেওয়া অভিযোগটি যশোর সদরের তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এস আই একরামুল হুদা তদন্ত করছেন বলে জানা গেছে
আপনার মতামত লিখুন :