যশোরে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে ১৫ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা
টেলিগ্রাম রিপোর্ট
প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২২, ৯:১৩ অপরাহ্ণ /
২৭২২০ ০
টেলিগ্রাম রিপোর্ট :যশোর সদর উপজেলার তরফ নওয়াপাড়া কালীতলা কাজীর আমবাগান তরফ নওয়াপাড়া সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে বৃহস্পতিবার ১৭ নভেম্বর রাতে কোতয়ালি মডেল থানায় ১৫ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি করেন,সদর উপজেলার শেখহাটি জামরুলতলা মহাসিন রেজার ছেলে আব্দুল্লাহ আল মামুন। মামলায় আসামীরা হচ্ছে, সদর উপজেলার শেখহাটি দক্ষিণপাড়ার আনছার আলী খলিফা ছেলে মোমেল হোসেন,তরফ নওয়াপাড়া তমালতলা আবুল হোসেনের ছেলে আবু বক্কার,শেখহাটি দক্ষিনপাড়ার কালামা স্বর্ণকারের ছেলে সুমন ওরফে চোখ মোটা সুমন, একই এলাকার সোহরাব হোসেনের ছেলে শিহাব হোসেন, শেখহাটি বাবলাতলার মোস্তর ছেলে লিটু, শেখহাটি দক্ষিণপাড়ার আশরাফ হোসেনের ছেলে শিমুল হোসেন,একই এলাকার ওলিয়ারের ছেলে রাজু নাতী রাজু, শহরের বারান্দীপাড়া মাঠপাড়া শতদল স্কুলের সামনে রফিকুল ইসলামের ছেলে
চুনে শাকিল, একই এলাকার মৃত নজির মিয়ার ছেলে ছনি, শেখহাটি দক্ষিণপাড়ার কামরুল ইসলামের ছেলে রাব্বি হোসেন, তরফ নওয়াপাড়ার দক্ষিণপাড়ার তমালতলার আবুল হোসেনের ছেলে মুন্না, বারান্দীপাড়ার মৃত মৃত হারুনার রশিদের ছেলে নান্টু,বারান্দীপাড়া কদমতলার রাজ্জাক ড্রাইভারের ছেলে আশিকুর রহমান রনি,সদর উপজেলার শেখহাটি ভাটাপাড়ার কানন ও শেখহাটি বাবলাতলা আলাউদ্দীনের বাড়ির ভাড়াটিয়া আব্দুল গণির ছেলে শাকিল হোসেনসহ তাদের অজ্ঞাতনামা ২/৩ জন সন্ত্রাসী।
মামলায় বাদি বলেছেন,আসামীরা এলাকায় সংঘবদ্ধভাবে অপরাধ মূলক কর্মকান্ড করে বেড়ায়। আসামীরা ইজিবাইক থেকে চাঁদাদাবীসহ নানান অপরাধ করে। ভয়ে কেউ সাহস পায়না। আসামীরা শেখহাটি হাইকোর্ট মোড় হতে ইজিবাইক চালকেরা ইজিবাইক চালানোর সময় মোমেলের নেতৃত্বে আসামী আবু বক্কার,রাজু ও শিমুল ইজিবাইক চালক নয়ন ও আলমগীর হোসেনের কাছে ইজিবাইক প্রতি ১শ’ টাকা করে চাঁদাদাবি করে আসছে। তারা চাঁদার টাকা দিতে রাজী না হওয়ায় তাদের মারপিট খুন জখম করার জন্য ষড়যন্ত্র করতে থাকে। গত ১৬ নভেম্বর বেলা দেড়টার পর ইজিবাইক চালকেরা শেখহাটি হাইকোর্ট মোড়ে ইজিবাইক নিয়ে অবস্থান করার সময় উল্লেখিত আসামীরা তাদের গাড়ী প্রতি ১শ’ টাকা করে চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বেশ কয়েকজন ইজিবাইক চালকদের মারপিট করে হত্যার হুমকী দিয়ে চলে যায়। পরে মোমেলের নেতৃত্বে আসামীরা হামলা চালিয়ে নগদ টাকা স্বর্ণের চেইন ছিনিয়ে প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। এর পর বোমা নিক্ষেপসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহতদের যশোর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসার দেওয়া হচ্ছে।#
আপনার মতামত লিখুন :