ঢাকা ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

যশোরে সন্ত্রাসী হাসানকে অস্ত্র গুলি ককটেলসহ জনগনের হাতে আটক অতপর অস্ত্র বিস্ফোরক মামলা


টেলিগ্রাম রিপোর্ট প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২২, ৯:০৮ অপরাহ্ণ / ২৭২২০ ০
যশোরে সন্ত্রাসী হাসানকে অস্ত্র গুলি ককটেলসহ জনগনের হাতে আটক অতপর অস্ত্র বিস্ফোরক মামলা
টেলিগ্রাম রিপোর্ট: যশোর শহরের বকচর হুশতলা চক্ষু হাসপাতাল সংলগ্ন কল্পলতা হাউজিং এর সালেহা মঞ্জিলের সামনে স্থানীয় লোকজন হাসান হাসান নামে এক সন্ত্রাসীকে গণপিটুনী দিয়ে পুলিশে দিয়েছে। এসময় তার দখল হতে পুলিশ একটি ওয়ান স্যুটারগান,এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ গ্রেফতারকৃত হাসান ও তার পলাতক দুই সহযোগীসহ তাদের অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে ১৮ নভেম্বর রাতে মামলা করেন। মামলায় আসামীরা হচ্ছে, শংকরপুর (মাঠপাড়া সুমনের বাড়ির ভাড়াটিয়া) কাসেম আলীর ছেলে হাসান ওরফে হাবড়ী হাসান, একই এলাকার আইয়ূব আলীর ছেলে সুমন ওরফে মাঠ সুমন,বকচর (হুশতলা) এলাকার অনিকসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ৪/৫জন। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে কোতয়ালি মডেল থানার এসআই শরীফ আলমামুন বাদি হয়ে মামলা করেছেন।
মামলায় তিনি উল্লেখ করেন,বৃহস্পতিবার ১৭ নভেম্বর রাতে মোবাইল -১১ ডিউটি করার সময় গোপন সূত্রে খবর পান শহরের বকচর হুশতলা চক্ষু হাসপাতাল সংলগ্ন কল্পলতা হাউজিং এর সালেহা মঞ্জিলের সামনে একজন ব্যক্তিকে স্থানীয় লোকজন এলোপাতাড়ীভাবে মারপিট করছে। সেসহ পলাতক সন্ত্রাসীরা এলাকায় অযথা ঘোরাফেরা করার সময় এলাকাবাসীর সন্দেহ হয়। তারা সন্ত্রাসীদের কাছে জিজ্ঞাসাবাদ করলে সন্ত্রাসীরা এলাকার লোকজনকে অস্ত্র দেখিয়ে হুমকী দেয়। এতে ক্ষিপ্ত হয়ে এলাকার লোকজন সন্ত্রাসীদের প্রতিরোধ করা চেষ্টার এক পর্যায় হাসান ওরফে হাবড়ী হাসানকে আটক করে। পরে কোতয়ালি মডেল থানায় সংবাদ দিলে পুলিশ আসলে খাবড়ী হাসানকে একটি ওয়ান স্যুটারগান ও এক রাউন্ড গুলি এবং তাদের সন্ত্রাসীদের ফেলে যাওয়ার ব্যাগের মধ্যে ৪টি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে হাসান ওরফে খাবড়ী হাসানসহ তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও বিস্ফোরকদ্রব্য আইনে আলাদা দু’টি মামলা দায়ের করেন

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031