টেলিগ্রাম রিপোর্ট : বিজয়ের ৫১ বছর উদযাপন উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক উদ্যোগে ৪ দিনব্যাপি সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজয় দিবস উদযাপন পর্ষদের সদস্য সচিব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু।
সংবাদ সম্মেলনে বলেন,সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আনন্দের সাথে সাড়ম্বরে গতবছর স্বাধীনতার ৫০ বছর উদযাপন করে হয়। এরই ধারাবাহিকতায় এবছর বিজয়ের ৫১ বছর উদযাপন উপলক্ষে ৪ দিনব্যাপি সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। আগামীকাল ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর ২০২২ পর্যন্ত বিকাল ৪টা থেকে ঐতিহাসিক টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে এ উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশিত হবে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য উৎসব উদ্বোধন করবেন। সাথে ৫১টি জাতীয় পতাকা উত্তোলন করবেন যশোরের নানা শ্রেণিপেশার সুধিজনসহ সংস্কৃতিকর্মীরা। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং বর্তমান ও আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় শানিত করা আমাদের কর্তব্য। সেই লক্ষ্যের পথে অবিরাম ছুটে চলেছে যশোরের সংস্কৃতিকর্মীরা। বিজয়ের ৫১ বছর উদযাপন তারই একটি ধারাবাহিক প্রয়াস।
এসময় উপস্থিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও বিজয় দিবস উদযাপন পর্ষদ আহŸায়ক সুকুমার দাস, সহসভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, দিপংকর দাস রতন প্রমুখ।
আপনার মতামত লিখুন :