ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

যশোরে হত্যাকারির সাথে বসবাসের অপরাধে পুড়লো ৬পরিবারের সহায় সম্বল


টেলিগ্রাম রিপোর্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ৫:২৯ অপরাহ্ণ / ২৭২২০
যশোরে হত্যাকারির সাথে বসবাসের অপরাধে পুড়লো ৬পরিবারের সহায় সম্বল

যশোর প্রতিনিধি : যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় চিহ্নিত সন্ত্রাসী টগরকে হত্যার সময় বাধা না দেয়ায় এবং খুনির সাথে একই বাড়িতে বসবাস করার অপরাধে ৬টি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তাদের দেওয়া আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও নগদ দেড় লাখ টাকাসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে নিম্নবিত্ত পরিবারের সদস্যরা। পুলিশ বলছে, জড়িত সন্দেহে দুই যুবককে হেফাজতে নেয়া হয়েছে এবং এটা নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

যশোরে গত ৯ ফেব্রুয়ারি গভীর রাতে প্রতিপক্ষের সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হন যশোর শহরের বারান্দিপাড়ার এলাকার চিহ্নিত সন্ত্রাসী টগর। চিকিৎসাধীন অবস্থায় ১৬ ফ্রেব্রুয়ারি তিনি মারা যান এবং গতকাল রাতে তার লাশ এলাকায় আনা হয়। এ ঘটনায় জড়িত ছিল একই এলাকার মেঠোপাড়ার আয়ান নামে এক যুবক। আয়ানের বাড়ির পাশেই এ ঘটনা ঘটে। সেসময় আশপাশের লোকজন টের পেলেও কেউ ঘর থেকে বের হননি। আর সেটাই কাল হয়েছে তাদের জন্য। সহযোগিতায় বের না হওয়ায় ও ঘাতক আয়ানের সাথে পাশাপাশি বাড়িতে থাকায় শায়েস্তা করতে শনিবার গভীর রাতে ওই এলাকার ৬টি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘরের বাসিন্দারা জীবননিয়ে বের হতে পারলেও রক্ষা করতে পারেননি নগদ টাকা, চাল-ডাল নিত্য প্রয়োজনীয় জিনিষসহ মূল্যবান আসবাবপত্র। সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে নিম্নবিত্ত পরিবারের সদস্যরা।

ক্ষতিগ্রস্ত বাবু জানান, ৯ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে আয়ান ও তার সহযোগীরা টগরকে ছুরিকাঘাত করে। এসময় আমরা ভয়ে কেউ ঘর থেকে বের হয়নি। এরপর আয়ান ও তার পরিবারের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়। কিন্তু টগরের বন্ধুর অব্যাহতভাবে হুমকি দিতে থাকে। তারা বলেন, টগরকে বাঁচাতে যারা এগিয়ে আসেনি তাদের কাউকে ছাড় দেয়া হবে না। গতকাল রাতে লাশ আসার পর ঠিক রাত দেড়টার দিকে আগুন দেয় টগরের বন্ধুরা। ঘর থেকে কোন মতে জীবন নিয়ে বের হয়েছেন তারা। টিভি, ফ্রিজ, নগদ টাকা, চাল ডাল সব পুড়ে গেছে।

মোস্তফা নামে অপর এক ক্ষতিগ্রস্ত বলেন, আমি ক্যান্সারের রোগী। ঘরে আমার চিকিৎসার এক লাখ টাকা ছিলো। দুইদিন আগে ঋণ করেছি। আগুনে সেই টাকাসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। পাশের ঘরের লোক ফল ব্যবসা করে। তার নড়দ ৩০ হাজার টাকাসহ সব পুড়ে গেছে। আমাদের পরনোর কাপড় ছাড়া আর কিছু নেই। আমরা নিস্ব হয়ে গেলাম।

ঘর মালিক ওমর ফারুক তারেক বলেন,আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ছুটে আসি। এরপর আগুন নেভানোর কাজ শুরু করি। এসময় সন্দেহভাজন দুই যুবককে আটক করি। পরে পুলিশ আসলে তাদের কাছে সোপর্দ করি। আগুনে আমার ভাড়া দেয়া ৬টি ঘর পুড়ে গেছে। সময়,ত ফায়ার সার্ভিস না আসলে পাশের আরো অনেকের ঘরে আগুন ছড়িয়ে পড়তো। এ ঘটনায় জড়িতদের আটক ও শাস্তির দাবি জানাচ্ছি।

এদিকে জড়িত সন্দেহে আটক দুই যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন বলেন. এটা নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ক্ষতিগ্রস্তদের দেয়া তথ্য মতে, অগ্নিকান্ডে তাদের নগদ দেড় লাখ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

যশোর ফায়ার সার্ভিসের উপপরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, শনিবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে আগুন লাগার খবর আসে। সাথে সাথে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে এক ঘন্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আগুন দেয়া ছয়টি বাড়ি পুরোপুরি বশ্মিভূত হয়ে যায়। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নির্ণয় করা সম্ভব নয় বলে জানান এ কর্মকর্তা।

এব্যাপারে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক তবে তদন্ত চলছে। পরে জানানো হবে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। দুইজনের আটকের বিষয়েও তিনি কিছু জানেনা বলে জানান।

উল্লেখ্য গত ৯ ফেব্রুয়ারী গভীর রাতে ওই এলাকার আয়ান, মিলন ও শাহিনের নেতৃত্বে এলাকার চিহ্নিত ৭ থেকে ৮ জনের একদল মাদক কারবারী টগরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাকে ঢাকায় রেফার করা হয়। পরে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031