ঢাকা ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ২৫ বছর পূর্তি উৎসব হবে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি


টেলিগ্রাম রিপোর্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২২, ৭:০৬ অপরাহ্ণ / ২৭২২০ ০
যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ২৫ বছর পূর্তি উৎসব হবে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি

টেলিগ্রাম রিপোর্ট : যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে ২০২৩ সালের ২৭ ও ২৮ জানুয়ারি রজব জয়ন্তী উদযাপন করা হবে। এ উপলক্ষে সকালে সোমবার কলেজের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ।
সংবাদ সম্মেলনে অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন বলেন, ১৯৯৭ সালে এ কলেজটি প্রতিষ্ঠিত হয়। সরকারি মাইকেল মধুসূদন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণির লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার কারনে এ কলেজটি প্রতিষ্ঠিত করা হয়। তৎকালীন সংসদ সদস্য ও পৌর চেয়ারম্যান আলী আলী রেজা রাজু, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শরীফ হোসেন, প্রফেসর কাজী কামরুজ্জামান, প্রফেসর শমসের আলী, প্রফেসর ড, মুস্তাফিজুর রহমান সহ যশোরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং প্রশাসনের সক্রিয় সহযোগিতায় কলেজটি প্রতিষ্ঠিত হয়। যশোর পৌরসভার ৭৫ শতাংশ জমিদান এবং কনকর্ড গ্রæপ অব কোম্পানির সত্ত¡াধিকারী এসএম মকামাল উদ্দীনের আর্থিক সহায়তায় কলেজটি প্রতিষ্ঠিত করা হয়। কলেজটি তার বাবার নামে ও পৌরসভা থেকে জমি দেয়ার কারনে নাম দেয়া হয় ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল করেজ। তৎকালীন সংসদ সদস্য ও পৌর চেয়ারম্যান আলী আলী রেজা রাজু, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শরীফ হোসেনের নেতৃত্বে সর্বসাধারণের সহযোগিতা নিয়ে কলেজটি গুটিগুটি পায়ে অগ্রসর হয়ে আজ দক্ষিণ বঙ্গের ভিতর একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠাণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রতিষ্ঠালগ্নের ম্যানেজিং কমিটি, ওই সময়ে নিয়োগ কৃত অধ্যক্ষ সুলতান আহমদ ও একঝাঁক তরুন শিক্ষকদের ঐক্লান্তিক চেষ্টায় আজকের এই শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার শেষের দিকে ভর্তির অনুমোতি পায় যশোর শিক্ষা বোর্ড থেকে। এর ৯৯ সালে ১৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ভাল ফলাফল অর্জন করে সুনাম বৃদ্ধি করে। প্রতিষ্ঠাকালীন থেকে এপর্যন্ত উচ্চ মাধ্যমিক, ¯œাতক, ¯œাতক সম্মান শেষ করে দেশে ও বিদেশে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে প্রায় পনের হাজার শিক্ষার্থী। বর্তমানে উচ্চ মাধ্যমিক, ¯œাতকে বিএ, বিএসএস, অনার্স ৩ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত আছে।
তিনি আরো বলেন, দুইদিনের আয়োজনে থাকছে নানা অনুষ্ঠান। অনুষ্ঠানের মধ্যে রয়েছে র‌্যালি, জাতীয় সংঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা ওকলেজের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন, ডিসপ্লে,আলোচনা,স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বর্তমান ,সাবেক শিক্ষার্থী ও অতিথিদের ২১ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে ও কলেজের ফেসবুকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করার লক্ষে আগামী ৭ ডিসেম্বর শহরে প্রচার র‌্যালি বের করা হবে বলে জানান অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন।

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031