টেলিগ্রাম রিপোর্ট : যশোরে দুদকের দায়ের করা একটি দূর্নীতি মামলায় গ্রামীণ ব্যাংকের বরখাস্তকৃত কেন্দ্র ব্যবস্থাপক নাজমুল হককে ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছে। একই সাথে আদালত তাকে ২ লাখ ৩২ হাজার ৮৫৬ টাকা জরিমানা করেছে। বাংলাদেশ দন্ডবিধির ৪০৯ ধারা এবং দূনীতি দমন প্রতিরোধ আইনের ৫/(২) ধারায় যশোরের বিজ্ঞ স্পেশাল জজ( জেলা ও দায়রা জজ) মোহাম্মদ শামছুল হকের আদালত গতকাল এই রায় প্রদান করেন। মামলার বাদী ছিলেন দুদক যশোরের সহকারী পরিচালক শহিদুল ইসলাম মোড়ল। সাজাপ্রাপ্ত আসামী নাজমুল হক কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল গ্রামের আরশেদ আলী মোড়লের ছেলে।
মামলঅর বিবরনে জানা যায়, আসামী নাজমুল হক যশোর জেলার গোগা ইউনিয়নে গ্রামীন ব্যাংক গোগা বাজার শাখার শাখা ব্যবস্থাপক থাকা কালে গ্রাহকদের জামানতের বিপুল পরিমান টাকা আতœসাৎ করে। এ ঘটনায় ২০১৬ সালের ২৪ নভেম্বর শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নম্বর ২২/১৬। এই ঘটনার পর শাখা ব্যবস্থাপক নাজমুল হককে চাকুরী থেকে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ।
এক পর্যায়ে মামলাটি দুদক যশোর কার্যালয়ে হস্তান্তর করা হলে মামলার তদন্তভার পড়ে দুদকের সহকারী পরিচালক শহিদুল ইসলাম মোড়লের ওপর। পরবর্তীতে দীর্ঘ তদন্ত শেষে ২০১৮ সালের ১ অক্টোবর দুদকের সহকারী পরিচালক শহিদুল ইসলাম মোড়ল আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। মামলাটির বিচার কার্য শেষ করে গতকাল বিচারিক আদালত যশোরের বিজ্ঞ স্পেশাল আদালতের বিচারক মোহাম্মদ শামছুল হক ওই মামলার রায় প্রদান করেন। রায়ে আসামী নাজমুল হককে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ২ লাখ ৩২ হাজার ৮৫৬ টাকা জরিমানা করেন আদালত।
আপনার মতামত লিখুন :