ঢাকা ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ৯.২৮০ কেজি ওজনের ৮০ টি স্বর্ণের বার আটক প্রসংগে।


টেলিগ্রাম রিপোর্ট প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২২, ১:৫৮ পূর্বাহ্ণ / ২৭২২০ ০
যশোর ৪৯ ব্যাটালিয়ন  বিজিবি কর্তৃক ৯.২৮০ কেজি ওজনের ৮০ টি স্বর্ণের বার আটক প্রসংগে।

টেলিগ্রাম রিপোর্ট : গতকাল ১৯ নভেম্বর ২০২২ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৭৩০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি নিয়মিত টহল দল যশোর জেলা চৌগাছা উপজেলার কাশিপুর-শাহজাদপুর সীমান্তে অত্যান্ত চৌকষতার সাথে একটি সীমান্ত টহল পরিচালনা করে। উক্ত টহল পরিচালনাকালে মেইন পিলার ৩৮/৮৫-টি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৎসমপুর মাঠের মধ্যে দুইজন বাংলাদেশী কৃষককে কৃষি ক্ষেত ত্যাগ না করে সীমান্ত এলাকায় ঘোরাঘোরি করতে দেখে চ্যালেঞ্জ করলে তারা অতিদ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পাশাপাশি ভারতের সীমান্ত অঞ্চলে শূন্য লাইন বরাবর আরও দুইজনকে সন্দেহজনক চলাচলে দৃশ্যমান হলে টহলদল নিশ্চিত হয় তারা কোন অবৈধ কাজের জন্য নিয়োজিত রয়েছে। এমতাবস্থায় ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে সীমান্ত অঞ্চলে চিরুনী অভিযান চালানো হলে একটি মরিচ বাগানের ভিতরে মাটির নিচে লুকায়িত অবস্থায় দুটি কাপড়ের বেল্টের মধ্যে আঠালো টেপ দ্বারা আবর্তিত চারটি বড় স্বর্ণের বান্ডেল পাওয়া যায় যা থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ৯.২৮০ কেজি। উক্ত স্বর্ণের বর্তমান মূল্য ৮,৩৫,২০,০০০/-  টাকা। পলাতক দুইজন আসামীদ্বয়কে আটক করার জন্য বিজিবি’র একটি স্পেশাল টিম অভিযানে আছে বলে রাত ১২টার দিকে এক প্রেস বার্ত ায় বিজিবি অধিনায়ক দাবি করেছে।     স্বর্ণ চোরাচালানরোধে বিজিবি’র অভিযান চলমান থাকবে বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। আটককৃত স্বর্ণ প্রয়োজনীয় আইনি পদক্ষেপের মাধ্যমে সরকারী ট্রেজারীতে জমা করা হবে।

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031