টেলিগ্রাম রিপোর্ট : যশোর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে বীর নিবাস নির্মান বিষয়ক মতবিনিময় সভা উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অসচ্ছ মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মান প্রকল্পের প্রকল্প পরিচালক( অতিরিক্ত সচিব) এম ইদ্রিস সিদ্দিকী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। একারনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের বসবাসের জন্য বীর নিবাস নির্মান করে দিচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা ফিরোজ আহমেদ, মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল প্রমুখ। এসময় সদর উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :