টেলিগ্রাম রিপোর্ট : যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট লেখক-সাংবাদিক শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা আওয়ামী লীগের দলিয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা যুবলীগের উদ্যোগে রোববার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।
সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক কুমার বোসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহীদুজ্জামান শহীদ। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ তথ্য ও গবেষণা সম্পাদ বিপ্লব রায়,সদর উপজেলা যুবলীগের সদস্য ফারুক হাসান, টিপু সুলতান, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল, যুগ্ম আহবায়ক মোফাজ্জেল হোসেন, নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আল মাহমুদ, যুগ্ম আহবায়ক রফিক উদ্দীন, বসুৃন্দিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মহিবুল ইসলাম সাগর, রামনগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শরিফুল ইসলাম মিন্টু, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মাসুদ রহমান সহ নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :