টেলিগ্রাম রিপোর্ট : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে অবস্থানরত বিরোধী দলীয় নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এসময় তারা উভয়ে নিজ নিজ স্বাস্থ্যের খোঁজ খবর নেন। প্রায় ঘণ্টাখানেক উভয়ে একান্তে আলাপ করেন। সঙ্গে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি এবং ঢাকা মহানগর উত্তরের আহবায়ক ও পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক এমপি এমএ গোফরান, এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ।
আপনার মতামত লিখুন :