বজলুর রহমান : “সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মণিরামপুরের রোহিতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়িতে বাড়িতে গিয়ে ক্যাম্পেইন করেছে মানবাধিকার সংগঠন রাইটস যশোর। আজ সকালে যশোরের মনিরামপুর উপজেলার রোহিতার কয়েকটি গ্রামে এ ক্যাম্পেইন করা হয়। সুইজারল্যান্ডের অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত আশ্বাস: মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য প্রকল্পের অধীন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে ১৫দিন ব্যাপি এ ক্যাম্পেইনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে নারী নির্যাতন বন্ধসহ বাল্যবিবাহরোধ ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণ-মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। আশ^াস প্রকল্পের কর্মকর্তা-কর্মীসহ মানব পাচার প্রতিরোধে স্থানীয় সক্রিয় কর্মীগণ এলাকার বাড়ি বাড়ি গিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন। ক্যাম্পেইনটি এলাকায় গণ মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে বলে সরেজমিন জানা যায়।
আপনার মতামত লিখুন :