আইওএম কতৃক আয়োজিত, রাইটস যশোর এর সহায়তায় দুইদিনব্যাপি বেনাপোল হাফওয়ে হোম এ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারীদেরকে নিয়ে আর আর এফ টার্ক, যশোরে হাফওয়ে হোম ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন, পূজা, চিফ ওফ প্রটেকশন ( আইওএম), আছমা পারভীন, ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার (আইওএম), বিনয় কৃষ্ণ মল্লিক, নির্বাহী পরিচালক ( রাইটস যশোর), এস এম. আজহারুল ইসলাম, উপ পরিচালক ( রাইটস যশোর)
আপনার মতামত লিখুন :