টেলিগ্রাম রিপোর্ট : রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ চলছে। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ নগরীর মাদ্রাসার মাঠ। বিভিন্ন জেলা থেকে আসা সাধারণ মানুষের চাপ পড়েছে সমাবেশস্থলের চারপাশে। খন্ড খন্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। মাঠে জায়গা না পেয়ে ঈদগাহ মাঠে জড়ো হয়েছেন তারা। অনেকেই নগরীর বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়েছেন। যানবাহন ও ট্রেন বন্ধ থাকায় ট্রাক, নসিমন, করিমন, বেবি ট্যাক্সি, ভটভটি, মোটর সাইকেল, বাইসাইকেল, রিকসা, ভ্যান থেকে শুরু করে যে যেভাবে পারছেন সমাবেশ স্থলে পৌঁছাচ্ছেন।
কয়েকদিন আগে থেকে বিএনপির নেতাকর্মীরা রাজশাহীতে অবস্থান নিলেও আজ সকাল থেকে দলীয় কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। শহরের প্রতিটি অলিগলিতে বিভিন্ন স্লোগন দিয়ে মিছিল করছেন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিছিলে মানুষের উপস্থিতি বাড়তে থাকে।
এদিকে পোষ্টার ফেস্টুনে ছেয়ে গেছে সমাশেস্থল। সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের পোষ্টার দেখা গেছে।
এর আগে আজ সকাল ১০ টা ৩৭ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ অনুষ্ঠানিকভাবে শুরু হয়। মঞ্চে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতারা । এদিকে সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সমাবেশ স্থলের বাইরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছেন। সমাবেশ স্থলে প্রবেশের গেট গুলোতে বসানো হয়েছে ম্যাটাল ডিটেক্টর। নিরাপত্তা তল্লাসী করে সমাবেশ স্থলে আগত লোকদের ভেতরে প্রবেশ করানো হচ্ছে।
মঞ্চে স্থানীয় নেতাদের বক্তৃতা চলছে। বক্তাদের একটায় দাবি তা হচ্ছে সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ নির্দলীয় তত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচন।
আপনার মতামত লিখুন :