টেলিগ্রাম রিপোর্ট : বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশের একদিন আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে কুমিল্লা টাউনহল মাঠ। বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আসা নেতাকর্মীদের পদচারণায় মুখর সমাবেশস্থল।
শুক্রবার (২৫ নভেম্বর) সকাল থেকেই স্লোগানে স্লোগানে দলে দলে নেতাকর্মীরা প্রবেশ করতে থাকে সমাবেশস্থলে। দুপুরে কুমিল্লা টাউনহল মাঠ পূর্ণ হয়ে যায়। তবে মাঠের পশ্চিম পাশে জুমার নামাজের স্থান করায় মাঠের উত্তর এবং পূর্ব পাশে জড়ো হন নেতাকর্মীরা।
নেতারা বলেন, কুমিল্লার মাটিতে দীর্ঘদিন পর বিএনপির এত বড় সমাবেশ। এই সরকারের কাছ থেকে নির্দলীয়, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।
কুমিল্লার গণসমাবেশ হবে সর্ববৃহৎ সমাবেশ, যা কুমিল্লার মাটিতে এর পূর্বে দেখেনি মানুষ। ইতিমধ্যেই বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে নেতাকর্মীদের ঢল নেমেছে আপনারা দেখতেই পাচ্ছেন।
আপনার মতামত লিখুন :