টেলিগ্রাম রিপোর্ট : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ঢাকা সফর বাতিল করেছে মস্কো। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট ভারবাল পাঠিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ল্যাভরভের সফর না হওয়ার বিষয়টি জানিয়েছে। একই সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে ঢাকাস্থ দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কিকে ঢাকায় অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় দেশগুলোর জোট আইওআরএ’র মন্ত্রী পর্যায়ের সম্মেলনে প্রতিনিধিত্ব করার কথা জানিয়েছে। ২৩ জাতি রাষ্ট্রের ওই সম্মেলনে যোগ দিতে আগামী ২৩ শে নভেম্বর ল্যাভরভের ঢাকায় আসার কথা ছিল।
আপনার মতামত লিখুন :