টেলিগ্রাম রিপোর্ট : অবশেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে শপথগ্রহণ করলেন অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা আলী রাজ। গত রোববার রাতে এফডিসি’র চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে শপথবাক্য পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। এ সময় উপস্থিত ছিলেন একই প্যানেল থেকে নির্বাচিত ডিপজল ও রুবেল। এদিন সমিতির কার্যকরী কমিটির মিটিং হয়। সেই মিটিংয়ে অংশ নেয়ার জন্য মিশা-জায়েদ খান প্যানেল থেকে বিজয়ীদের অংশগ্রহণ করার জন্য চিঠি দেয়া হয়। সেই ডাকে সাড়া দিয়ে সেখানে উপস্থিত ছিলেন তারা। তারা জানান, আদালত যেহেতু ক’দিন আগে রায় দিয়েছেন, তাই তারা নিপুণকে অফিসিয়ালি বরণ করেছেন। শিল্পী সমিতির মিটিংয়ে দুই প্যানেল থেকে নির্বাচিত প্রত্যেক সদস্যই নিজেদের মধ্যে বিভেদ ভুলে এক হয়েছিলেন। আরও উপস্থিত ছিলেন- নির্বাচিত কমিটির রিয়াজ, সাইমন, ইমন, জয় চৌধুরী, অঞ্জনা, কেয়া, জাদু আজাদ, আরমান, জেসমিন, নাদির খান ও শাহনূরসহ অনেকেই। উল্লেখ্য, গত ২৮শে জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :