শার্শায় ইসলাম ও বানিজ্যে সুদ ব্যবস্থা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
টেলিগ্রাম রিপোর্ট
প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২২, ৯:৩৬ অপরাহ্ণ /
২৭২২০ ০
শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শায় ইসলাম ও বানিজ্যে সুদ ব্যবস্থা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামে সুদ ও হারাম হালাল বিষয়ে সুনির্দিষ্ট উল্লেখ করে, ব্যাবসাকে ইসলামে হালাল করা হয়েছে, তবে সুদের বিষয়ে বি়ভিন্ন বক্তব্য উপস্থাপিত হয়েছে। এসব বিষয়ে মাওলানা সরকারি কর্মকর্তা মাদ্রাসার শিক্ষক ও সমবায়ী কর্মকর্তারা বাগআঁচড়ায় একটি সমিতির শুকরানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
যশোরের শার্শার বাগ আঁচড়ায় আল আমিন কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের ১০ বছর পুর্তি উপলক্ষে শুকুরানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রতিষ্ঠানের নিজশ্ব কার্জলয়ে সমবায়ের জেলা উপজেলা কর্মকর্তা স্থানীয় গন্যমান্য প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও সমবায়ী সদস্যদের সরব উপস্থিতিতে উৎসব আমেজে রুপ নেয়।
এসময় বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি জেলা সমবায় কর্মকর্তা এস এম মনজুরুল হক,অভয়নগর উপজেলা সমবায় কর্মকর্তা ওবায়দুজ্জামান জেলা সমবায় পরিদর্শক শামিমউদ্জা জয়, বিশেষ অতিথি উপজেলা সমবায় কর্মকর্তা এ বি এম আক্কাস আলী, ইনডিপেনডেন্ট টেলিভিশন পতিনিধি সাংবাদিক এম এ রহিম স্থানীয় বাগ আঁচড়া মাদ্রাসার প্রভাষক, অধ্যাপকরা ছাড়াও প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মাওলানা ফারুক হোসেন।
অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য রাখেন পতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা মশিউর রহমান।
বক্তারা ইসলামি শরিয়া মোতাবেক পরিচালিত প্রতিষ্ঠান আল-আমিন টিভিডি কো অপারেটিভ সোসাইটি লিমিটেডে বিস্তারিত সাফল্য তুলে ধরে সুদমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজ ১০ বছর পুর্তি শুকুরানা অনুষ্ঠান ২০ তম শুকুরানা অনুষ্ঠান দেখতে চাই।ব্যাবসা হালাল সুদ হারাম এ বিষয়ে ব্যাখা ব্যাপক আলোচনা রাখেন সব বক্তারা।সততায় সাফল্যের চাবিকাঠি, সমাজে পাপাচার অনিয়ম জেঁকে বসেছে এ থেকে আমাদের বেরিয়ে এসে ইসলামি শরিয়া মোতাবেক পরিচালিত করতে এগিয়ে আসতে হবে প্রতিষ্ঠান গুলোকে, পরিশেষে সমিতির শ্রীবৃদ্ধি উন্নায়ন কামনা করে বিশেষ মোনাজাত করে শেষ করা হয় অনুষ্ঠান
আপনার মতামত লিখুন :