জয়পুরহাট জেলা প্রতিনিধি ঃ জয়পুরহাট জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সংকট চরমে । জেলা প্রাথমিক শিক্ষ অফিস সুত্রে জানা যায় । এ জেলায় মোট ৩৭১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এর মধ্যে ১৭১টি বিদ্যালয়ে দীর্ঘ দিন থেকে কোন প্রধান শিক্ষক নেই । এ ছাড়া সহকারী শিক্ষকের পদ ও শুন্য রয়েছে ১২৮ টি। বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিক্ষক সংকটের কারণে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে চলতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে। বাড়তি চাপের কাারণে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। তাই অবিলম্বে শুন্য পদে শিক্ষক নিয়োগের দারি জানিয়েছেন শিক্ষকেরা। এ জেলার পাঁচটি উপজেলার মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ৪৪টি বিদ্যালয়ে, পাঁচবিবি উপজেলায় ৪৫ টি, কালাই উপজেলায় ২৪ টি , আক্কেলপুর উপজেলায় ৩৮ টি এবং ক্ষেতলাল উপজেলায় ২০ টি প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে। এছাড়া জেলায় ১২৮ টি সহকারী শিক্ষকের পদ শুন্য রয়েছে। দীর্ঘ দিন ধরে এসব স্কুলে প্রধান শিক্ষক না থাকায় কর্মরত সহকারী শিক্ষকের উপর বাড়তি চাপ পড়েছে। পাঠদানের পাশাপাশি দাপ্তরিক কাজে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে একই সঙ্গে বিদ্যালয়ে ক্লাস নিতে হচ্ছে এবং অফিসের কাজে শিক্ষা অফিসে যেতে হচ্ছে। শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়ে পাঠদানে হিমশিম খেতে হচ্ছে। অপর দিকে শিক্ষার্থীদের ব্যহত হচ্ছে পাঠদান। এবিষয়ে জানতে চাইতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জাল হোসেন বলেন, শিক্ষক সংকটের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে। অল্প সময়ের মধ্যে এসব সমস্যার সমাধান হবে। সরকারী নীতিমালা অনুযায়ী পদোন্নতি ও নিয়োগের মাধ্যামে শুন্য পদ পূরন করা হবে।
আপনার মতামত লিখুন :