টেলিগ্রাম রিপোর্ট : শীতের আগমন এক হিমেল অনুভুতি নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেম্পাসে । সময়ের পরিক্রমায় শীতের আবির্ভাব পাঁচ ঋতু পর। হেমন্তের মিষ্টি বিকেলে কুয়াশার চাদর জড়িয়ে ক্যাম্পাস জমিনে নেমেছে হাড় কাঁপানো শীত। অন্যান্য ঋতুর মতো ইবি ক্যাম্পাসে শীত ঋতু এসেছে উৎসবের আমেজে। প্রকৃতিতে শীতের আমেজ লেগেছে অনেক আগেই। আর সেই আমেজ এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে। শীতের সন্ধ্যে গরম হয় জিয়া মোড়, চা কফি সিঙ্গাড়া তে, শরীর গরম করতে বা কেউ চলেন অন্য ঠিকানাতে ।
ইবি ক্যাম্পাসে এখন হিমেল শীতের আগমন । সবুজের নৈসর্গিক শোভামণ্ডিত ইবিতে শীত আসে চিরচেনা রূপের বাইরে আরও কিছু মুগ্ধতা নিয়ে। এবারও ক্যাম্পাসে শীতের যে বর্ণিল রূপ তাতে একটুও ছেদ পড়েনি। শীতের আগমনে ফুলে অপরূপ সৌন্দর্য্য ছড়িয়েছে ইবি কেম্পাসের প্রতিটা কোন।
ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উচ্চ শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রকৃতি ও পরিবেশটা অনেকটাই গ্রামীণ আবহে তৈরি।বিশ্ববিদ্যালয়ের চার পাশ দিয়ে রয়েছে ছোট বড় অসংখ্য মাঠ এবং লেক। গ্রামের শীতের আমেজ পেতে ঘুরে আসা যেতে পারে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে।
শীতের আগমন টের পাওয়া যায় গোধূলির সোনালি সূর্য অস্ত যাওয়ার আগেই ঘন কুয়াশার চাদরে আঁকড়ে ধরা প্রকৃতির দিকে তাকালে। হাড়ে কাঁপন ধরানো হিমেল বাতাসে ক্যাম্পাসের সবার গায়েই এখন শীতের গরম কাপড়।সমাজ বিজ্ঞান অনুষদের মাসুদ বলেন, চারদিকের মাঠ আর অরণ্য ঘেরা ক্যাম্পাসে শীতের সময়টা অন্য রকম অনুভূতির জন্ম দেয়। সবকিছুকেই যেন শীতের কুয়াশা তার বিশাল চাঁদর দিয়ে ঢেকে এক মায়াবী হাতছানির সৃষ্টি করে। সকালে শিশির ভেজা রাস্তা মারিয়ে গরম কাপড় জড়িয়ে ক্লাস করতে যাওয়াটা আমার কাছে বেশ উপভোগ্য। বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডা বেশ জমে।
উন্নয়ন অধ্যায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অপি বলেন, ক্যাম্পাসে শীতের পরিবেশ বেশ উপভোগ করি। রাস্তার দুই পাশের ফুল গাছ আর মফিজ লেকে বেড়াতে আসা অতিথি পাখি আমাকে মুগ্ধ করে।
সবচেয়ে বড় আকর্ষণ ইবি ক্যাম্পাসের জিয়া মোড়। দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত এসব দোকানে পাওয়া যায় শীতের বিভিন্ন রকম খাবার এবং অন্যান্য শীতের উপকরণ । আর শীতে এসব দোকানে সারাক্ষণ ভিড় লেগেই থাকে।শীতের রুক্ষ আর শুষ্ক প্রকৃতির নাকি রঙ-রূপ হীন! অথচ প্রকৃতির প্রাচুর্যতায় ভরপুর এ ক্যাম্পাসটিতে রূপ লাবণ্যের কোনো ঘাটতি হয় না কখনোই। শীতে ক্যাম্পাসটির প্রকৃতি ও পরিবেশ সেজে ওঠে অন্যরকম সাজে। প্রতিটি রাস্তার দুই পাশ ভরে উঠেছে ফুলে ফুলে। মফিজ লেকে আসতে শুরু করেছে অতিথি পাখি।
ইবির বিভিন্ন হলে শীত উপলক্ষ্যে চলে বিশেষ আয়োজন । সাদ্দাম হলের সামনে ক্রিকেট ফিল্ডে, ফুটবল ফিল্ডে,মুজিব চত্বরে, জিমনেসিয়ামে,প্রায় বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে শীতকালীন খেলা। সন্ধ্যা হলেই হলের গেম রুমে সময় কাটায় অনেক শিক্ষার্থীরা। অনেকেই টেবিল টেনিস, ক্যারম, দাবা, কার্ড খেলার প্রতি ঝুঁকে পড়ছে। মেয়েদের হলেও দাবা ক্যারম বা লুডুর মতো বিভিন্ন ইনডোর গেম চলে সময় কাটানোর ব্যবস্থা হিসেবে। এক কথায় শীতের আগমন মানেই ইবি কেম্পাসে উৎসবমুখর পরিবেশ।
আপনার মতামত লিখুন :