টেলিগ্রাম রিপোর্ট : ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, নাকোল ইউপি চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুন, মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ প্রমুখ।
এবারের প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিওসহ ১৭টি স্টল স্থান পেয়েছে।
আপনার মতামত লিখুন :