টেলিগ্রাম রিপোর্ট : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সড়ক হলো উন্নয়নের প্রতীক। যে এলাকার যত সড়ক হবে, যোগাযোগ যত উন্নত হবে, সেই এলাকা তত উন্নত হবে।
সড়ক নির্মাণ ও মেরামতের ফলে গ্রামাঞ্চলের মানুষের জীবনমান বাড়ছে। দৈনন্দিন কাজগুলো সহজ হচ্ছে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ২০১৪ সালের পর থেকে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে ৪৩৮ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ইউনিয়ন ও গ্রামের বিভিন্ন রাস্তা নির্মাণ ও মেরামত করা হয়েছে। এখন কৃষকদের সরাসরি উপকার করার জন্য মাঠের সড়কগুলোর কাজ করা হচ্ছে। সড়কের উন্নয়ন হলে কৃষকরা তাদের ফসল দ্রুত বিক্রি করতে পারেন এবং দাম পান। রাস্তা-ঘাট ভাল হওয়ায় কৃষকদের জমির দামও বেড়েছে।
তিনি বলেন, মুজিবনগর ঘিরে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে। মেহেরপুর এখন বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। এই জেলাকে সাজাতে অনেক বড় পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। জেলার রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, নদী-নালা ও ভৌত অবকাঠামোর উন্নয়নের কারণে মেহেরপুর জেলা এখন অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
সড়ক ও জনপদ বিভাগ কুষ্টিয়া সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হানা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর ২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, সড়ক ও জনপদ বিভাগ খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :