টেলিগ্রাম রিপোর্ট : যশোর সদরের আরবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহরুল ইসলাম শপথ নিয়েছেন। জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে তাকে শপত বাক্য পাঠ করান জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
স্থাণীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শতকতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ, জেলা ফ্যাসিলিটেটর আব্দুল আলিম প্রমুখ।
এর চেয়ারম্যান শাহরুল ইসলাম শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন আরবপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দাউদ হোসেন, আশিকুর রহমান, আব্দুর রশিদ, নুর হোসেন, যুবলীগ নেতা নাজমুল সরদার, ফারুক খান, রবিউল ইসলাম, ছাত্রলীগের আকবায়ক তারেক হাসান দিপু প্রমুখ।
আপনার মতামত লিখুন :