টেলিগ্রাম রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল পথে হাটছেন মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সংলাপে না গিয়ে পরিস্থিতি সংঘাতে দিকে ঠেলে দিচ্ছে সরকার।
শুক্রবার তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনীর ৩৩ হাজার সদস্য ঢাকায় এনেছে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি চায়ের ডাক দিয়ে গুলি করছেন, জেলে পুড়ছেন। এ সময় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, প্রধানমন্ত্রী স্বয়ং হুমকি দিচ্ছেন। তার হুমকির পর ছাত্রলীগ-যুবলীগ তাণ্ডব চালাবে।
আপনার মতামত লিখুন :