জাতীয় সংসদ ভবনের সামনে লাইভ সম্প্রচারের সময় নাগরিক টিভির সাংবাদিকের বুম কেড়ে নেয়া ডিএমপির প্ররক্ষা বিভাগের কনস্টেবল মো. শাহিনুর রহমানকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে। আজ ডিএমপি থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় নাগরিক টিভির সাংবাদিক সাইদ আরমানের বুম কেড়ে নেন কনস্টেবল মো. শাহিনুর রহমান। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নজরে এলে ওই কনস্টেবলের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়।
আপনার মতামত লিখুন :