প্রেস বিজ্ঞপ্তি : সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টুর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবন্দ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু সাংবাদিকতা পেশার সাথে যুক্ত হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সাংবাদিকদের অধিকার আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন একজন যোগ্য বলিষ্ঠ সংগঠক। তার মৃত্যুতে যশোরের সাংবাদিক সমাজ একজন যোগ্য নেতৃত্ব হারিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
একই বিবৃতিতে জেইউজের নেতৃবৃন্দ সংগঠনের সাবেক সভাপতি ও বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলামের শশুর আব্দুস সামাদ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ মরহুমের বিদেহী আত্মার মাগরিফরাত কামনা করেন।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, সংগঠনের সভাপতি আকরামুজ্জামান, সহসভাপতি বিএম আসাদ, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যুগ্ম সম্পাদক গালিব হাসান পিল্টু, কোষাধ্যক্ষ এমএআর মশিউর, দপ্তর সম্পাদক জুবায়ের আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম ও নির্বাহী সদস্য মোস্তফা রুহুল কুদ্দুস।
আপনার মতামত লিখুন :