টেলিগ্রাম রিপোর্ট : টাইগার বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করলো ভারত। ৪১.২ ওভারে মাত্র ১৮৬ রানে গুটিয়ে গেল সফরকারীদের ইনিংস। ১০ ওভারে ৩৬ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ৮.২ ওভারে ৪৭ রান দিয়ে ৪ উইকেট নেন ইবাদত হোসেন। ১ উইকেট পান মেহেদী হাসান মিরাজ।
ভারতের ব্যাটিং বিপর্যয়ের দিনে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন কেএল রাহুল। ৭০ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭৩ রান করেন তিনি। অধিনায়ক রোহিত শর্মা ২৭, শ্রেয়াস আইয়ার ২৪ এবং ওয়াশিংটন সুন্দর ১৯ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা।
সাকিবের ৫ উইকেট
৯২ রানে ৪ উইকেট হারায় ভারত। এরপর বাংলাদেশি বোলারদের তোপ সামলে ইনিংস বড় করতে থাকেন কেএল রাহুল ও ওয়াশিংটন সুন্দর। দুই ব্যাটার মিলে ৬০ রানের জুটি গড়েন।
বিপদ হয়ে ওঠা এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। ৩২.৩ ওভারে সাকিবকে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ১৯ রান করা সুন্দর। এরপর শাহবাজ আহমেদকে শূন্য হাতে ফেরান ইবাদত হোসেন। ৩৫তম ওভারে ফের বোলিংয়ে আসেন সাকিব। এই ওভারে শার্দুল ঠাকুর ও দীপক চাহারকে তুলে নেন টাইগার স্পিনার। এর আগে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ফেরান তিনি। ব্যক্তিগত ৭ ওভার শেষে মাত্র ২৩ রান দিয়ে ৫ উইকেট নিলেন সাকিব।
৩৬ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান ভারতের।
সাকিবের জোড়া আঘাতে ধুঁকছে ভারত
নিজের প্রথম ওভারেই জাদু দেখালেন সাকিব আল হাসান। ফেরালেন ভারতের দুই গুরুত্বপূর্ণ ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। ১১তম ওভারের বোলিংয়ে এসে দ্বিতীয় বলেই ভারতীয় অধিনায়ক রোহিতকে বোল্ড করেন সাকিব। ৩১ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৭ রান নিয়ে সাজঘরে ফেরেন রোহিত। ওভারের চতুর্থ বলে সাকিবের শিকার ৭ রান করা কোহলি।
১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৪৯ রান।
প্রথম আঘাত মিরাজের
টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করে ভারত। বাংলাদেশি বোলারদের ধীরেসুস্থে খেলে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। তবে এই জুটিকে বেশি বড় হতে দিলেন না মেহেদী হাসান মিরাজ।
৬ষ্ঠ ওভারের দ্বিতীয় বলে শিখর ধাওয়ানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। ১৭ বলে ১ চারে ৭ রান নিয়ে সাজঘরে ফেরেন ভারতীয় ওপেনার। ৫.২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৩ রান সফরকারীদের।
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, দীপক হুদা, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ সিং।
আপনার মতামত লিখুন :