টেলিগ্রাম রিপোর্ট : গলায় মোটা মোটা সোনার হার, সব ক’টি আঙুলে সোনার আংটি, হাতে সোনার ব্রেসলেট— ‘গোল্ডেন কিং’ বলতেই বিখ্যাত সঙ্গীত পরিচালক, সুরকার বাপ্পি লাহিড়ির ছবিটাই ভেসে ওঠে। বাপ্পি লাহিড়ি ছাড়াও, এ দেশে আরও এমন কয়েক জন আছেন, তাঁদের ‘সোনার বাদশা’ বললেও কম হবে না।
তাঁদের মধ্যেই এক জন সানি নানা সাহেব ওয়াঘচৌরে। পুণেতে জন্ম। স্কুল এবং কলেজজীবন কেটেছে সেখানেই।
সানির নাম উঠলেই আর এক জনের নাম উচ্চারিত করতেই হয়। তিনি সানির বন্ধু সঞ্জয় গুজর ওরফে বান্টি। সানি-সঞ্জয়ের যুগলবন্দি ‘দ্য গোল্ডেন গাইজ়’ নামে বেশি পরিচিত।
এক সাক্ষাৎকারে সানি বলেন, “আমরা দু’জনেই পুণেতে থাকি। আমি এবং বান্টি ছোটবেলা থেকেই বন্ধু। ছোটবেলা থেকে দু’জনেরই সোনার প্রতি অদ্ভুত একটা আকর্ষণ, ভালবাসা। আর সেই শখপূরণ করতেই সোনার গয়না পরা শুরু করি দু’জনে।’’
সানি এবং বান্টির যে সব গাড়ি রয়েছে, সেগুলিও সোনার পাতি দিয়ে মোড়ানো। জুতো, ঘড়ি, এমনকি চশমাতেও সোনা। সানি বলেন, “আমাদের দেখে বহু উৎসুক মানুষ ভিড় জমান। ফলে সব সময়েই সতর্ক থাকতে হয়। নিরাপত্তার জন্য আমাদের দেহরক্ষী রয়েছে।”
আপনার মতামত লিখুন :