রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মটর সাইকেলের ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। বৃহষ্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার আশাশুনি- ঘোলা সড়কের শ্রীউলা মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের একজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও দুইজনকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের নাম দেবাশীষ সরকার (৪২)। তিনি সাতীরার আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের অজয় সরকারের ছেলে।
আহতরা হলেন, অভিজিৎ সরকার, মেহেদী হাসান ও মাহামুদুল্লাহ।
নাকতাড়া গ্রামের তপন সরকার ও বিকাশ মণ্ডল জানান, তাদের গ্রামের দেবাশীষ সরকার, অভিজিৎ সরকারসহ কয়েকজন বৃহষ্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীউলা মাদ্রাসা মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলো। এ সময় ঘোলা থেকে নাকতাড়াগামি একটি মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অভিজিৎ ও দেবাশীষকে ধাক্কা দেয়। এতে অভিজিৎ সরকার, দেবাশীষ সরকার, মটর সাইকেল চালক মেহেদী হাসান ও আরোহী মাহামুদুল আহত হয়। তাদেরকে সাতীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দেবাশীষ মারা যায়। আহত তিনজনকে প্রথমে সাতীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় অভিজিৎ সরকার ও মেহেদী হাসানকে শুক্রবার ভোরে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম মটর সাইকেলর ধাক্কায় দেবাশীষ সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত তিনজন বিপদমুক্ত।
আপনার মতামত লিখুন :