টেলিগ্রাম রিপোর্ট : আইনস্টাইন ছিলেন বিশ্বের ইতিহাসের অন্যতম বুদ্ধিমান মানুষ। তার আইকিউ লেভেল ছিল ১৬০। এমনকি পদার্থবিদ স্টিফেন হকিংয়ের আইকিউও ছিল ১৬০। সেখানে ১১ বছরের এই শিশুর ১৬২। অর্থাৎ বুদ্ধিতে আইনস্টাইনের চেয়েও এগিয়ে বৃটেনের লিডসের বাসিন্দা ইউসুফ শাহ। সম্প্রতি মেনসা ইন্টারন্যাশনাল আইকিউ টেস্টের ফলাফল এমনটাই বলছে।
মেট্রোর বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, বিশ্বের মাত্র এক শতাংশ মানুষের এমন আইকিউ হয়। শাহ মেট্রোকে জানান, তার বন্ধুরা তাকে বারবার বলছিল যে সে অনেক বুদ্ধিমান। এরপরেই সে মেনসা পরীক্ষা দেয়ার সিদ্ধান্ত নেয়। সে বলে, আমি পরীক্ষায় অংশগ্রহণকারী শীর্ষ দুই শতাংশের মধ্যে ছিলাম কিনা তা নিয়ে আমার আগ্রহের শেষ ছিল না। এই সার্টফিকেটের কারণে আমার নিজেকে স্পেশাল মনে হচ্ছে।
শাহ মেট্রোকে বলে, সে এমন কিছু করতে পছন্দ করেন যা তার মস্তিষ্ককে উদ্দীপিত করে। সুডোকু পাজল কিংবা রুবিকস কিউব নিয়ে থাকতে তার ভাল লাগে। মেনসা সার্টিফিকেট পাওয়ার পর সেটি উদযাপন করতে শাহ তার বাবা-মা এবং ভাইদের সঙ্গে একটি চিকেন রেস্তোরাঁয় খেতে যায়। তার মা সানা বলেন, আমি খুবই গর্বিত। এই পরিবারে সবার আগে ইউসুফই মেনসা পরীক্ষা দিয়েছে। আমি এখনও তাকে বলি যে, তোমার বাবা এখনও তোমার চেয়ে বেশি স্মার্ট। আমরা বিষয়টিকে হালকাভাবে নিয়েছি। ইউসুফ শাহ কেমব্রিজ বা অক্সফোর্ডে গণিত নিয়ে পড়াশুনা করতে চায়।
আপনার মতামত লিখুন :