ঢাকা ০৬ অক্টোবর ২০২৪, রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

❒ যশোরে সাংবাদিকদের সাথে এসপির মতবিনিময় : সুনিদিষ্ট তথ্যে অস্ত্রধারী শনাক্ত করে অভিযান পরিচালিত হবে


টেলিগ্রাম রিপোর্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ / ২৭২২০
❒ যশোরে সাংবাদিকদের সাথে এসপির মতবিনিময়  : সুনিদিষ্ট তথ্যে অস্ত্রধারী শনাক্ত করে অভিযান পরিচালিত হবে

যশোরের নবাগত পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ বলেছেন, যশোরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সুনিদিষ্ট তথ্যের ভিত্তিতে প্রকৃত অস্ত্রধারীদের শনাক্ত করে দ্রুত অভিযান পরিচালনা করা হবে। এছাড়া লাইসেন্সকৃত অস্ত্র যারা জমা দেননি, তাদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় খোঁজখবর নেয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
শহরের যানজটের জন্য পৌরসভার লাইসেন্স কার্যক্রমকে দায়ি করে তিনি বলেন, যানজটরোধে কার্যকরি ভূমিকা রাখতে তিনি পৌর কর্তৃপক্ষের সাথে সংলাপ করবেন। তিনি আরো বলেন, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে যে হামলা ভাংচুর ও প্রাণহানির ঘটনা ঘটেছে সেই অর্থে যশোর ছিল অনেকটাই স্বাভাবিক। এ শহরে অনেকটাই সুন্দর পরিবেশ বজায় ছিল। পুলিশের সাথেও শান্তিপূর্ণ সহঅবস্থান ছিল যশোরের মানুষের।

নবাগত এসপি বলেন, গত এক মাসে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটে গেছে তার ব্যাপারে ভিকটিমরা অভিযোগ করলে যথাযথ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে পুলিশ মাঠে নামছে। থানাগুলো মামলা ও জিডি নেয়া হচ্ছে। সাংবাদিক ও যশোরের মানুষের সহযোগিতা নিয়ে পুলিশ সকল অনাকাঙ্খিত ঘটনায় জোরালোভাবে কাজ করতে চায়।

রোববার ৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় নবাগত পুলিশ সুপার তার কনফারেন্স রুমে যশোরের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। যশোরের সাংবাদিক নেতৃবৃন্দের পরামর্শমূলক বক্তব্যের জবাবে পুলিশ সুপার বলেন, বিগত পরিস্থিতিতে যশোরের কোনো থানা ফাঁড়ির পুলিশ সদস্য আক্রান্ত হয়নি। এরপরও কাজে এবং অভিযানের সুবিধার্থে অভ্যন্তরিন বদলি শুরু করেছেন। দ্রুত যশোরের মানুষ এর সুফল পাবেন। তিনি যোগদান করেই নিজের মত করে মাঠে নেমেছেন, দেখেছেন যশোর একটি সুন্দর জায়গা। এখানে সাংবাদিকদের জন্যও সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। পবিত্র কুরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে। তথ্য যাচাই বাছাই করে বস্তুনিষ্ট সাংবাদিকতা করতে হবে।

মতবিমিময় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক গ্রামের কাগজের প্রকাশক সম্পাদক ও যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক টেলিগ্রামের সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক, প্রেসক্লাবের সাবেক সহভাপতি ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নুর ইসলাম,দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, প্রেসক্লাবের সহ-সভাপতি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নে সভাপতি শেখ দিনু আহমেদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, দৈনিক গ্রামের কাগজের বিশেষ প্রতিনিধি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, যুগ্ম বার্তা সম্পাদক এম আইউব, প্রেসক্লাব যশোরের অর্থ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের অনলাইন এডিটর জাহিদ আহমেদ লিটন,  সিনিয়র সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, রাজেক জাহাঙ্গীর, সাকিরুল কবীর রিটন, তৌহিদ জামান, মনিরুল ইসলাম, ইন্দ্রজিৎ রায় প্রমুখ।

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031