ঢাকা ১৯ মে ২০২৪, রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

রাইটস যশোর-এ অনুষ্ঠিত হলো জেলা শিশু কল্যাণ প্লাটফর্ম সদস্যদের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা


টেলিগ্রাম রিপোর্ট প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৩, ৯:১৬ অপরাহ্ণ / ২৭২২০
রাইটস যশোর-এ অনুষ্ঠিত হলো জেলা শিশু কল্যাণ প্লাটফর্ম সদস্যদের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা

আমেরিকা সরকার ও একপাট-লুক্সেমবার্গ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ও রাইটস যশোর’র মুক্তি সাউথ এশিয়া প্রকল্পের বাস্তবায়নে আয়োজিত যশোর জেলা শিশু কল্যাণ প্লাটফর্ম সদস্যদের অর্ধ বার্ষিক সমন্বয় সভা অদ্য ৩০ ডিসেম্বর রাইটস যশোর কনফারেন্স রুমে সংস্থার নির্বাহী পরিচালক ও জেলা শিশু কল্যাণ প্লাটফরমের সভাপতি জনাব বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে বিদ্যমান শিশু কল্যাণ বোর্ডগুলোকে সক্রিয় করা, শিশু যৌন পাচার রোধ এবং শিশুদের সুরক্ষা প্রদানে শিশু কল্যাণ বোর্ডের কার্যক্রমে সহযোগিতা করা এবং শিশু কল্যাণ বোর্ডের সদস্য এবং প্রকল্পের অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সক্রিয়ভাবে যোগাযোগ রাখা, সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা, অ্যাডভোকেসি কার্যক্রমসহ চলমান কার্যক্রমমের হালনাগাদ তথ্য প্রদান ও আগামি ত্রৈমাসিক কর্মপরিকল্পনা প্রস্তুতের জন্য এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
যশোর সদর উপজেলার কর্মএলাকাভুক্ত ৫ টি ইউনিয়নসহ উপজেলা ও জেলা পর্যায়ের শিশু কল্যাণ বোর্ডের সদস্যদের সমন্বয়ে গঠিত জেলা প্লাটফরমের সদস্যবৃন্দ উক্ত সমন্বয় মিটিং-এ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই সভায় প্রকল্পের চলমান কার্যক্রমের অর্জন বিষয়ে পাওয়ার পয়েন্ট মাধ্যমে হালনাগাদ তথ্য প্রদান করেন রাইটস যশোর’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর বাদশা মিয়া, উপস্থিত অংশগ্রহনকারিদের নেতৃত্ব বিকাশসহ নেতার গুণাবলী, বৈশিষ্ট, দায়িত্ব ও কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার এস.এম. আজহারুল ইসলাম। যশোর সদর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা জনাব আশিকুজ্জামান তার বক্তব্যে স্বেচ্ছা সেবকের বিভিন্ন করনীয় সম্পর্কে আলোকপাত করেন ও দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আরও উল্লেখ করেন উপজেলা সমাজ সেবা অফিস থেকে যে কোনো প্রয়োজনে এই প্লাটফরমের পাশে থেকে সহযোগিতা করা হবে। রাইটস যশোর-এর ডিরেক্টর-প্রোগ্রাম প্রদীপ দত্ত অ্যাডভোকেসি কার্যক্রমগুলোকে এগিতে নিতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং ত্রৈমাসিক কর্মপরিকল্পনা প্রস্তুতে সহযোগিতা করেন।
দিনব্যাপী সমন্বয় সভার সমাপনী বক্তব্যে রাইটস যশোর-এর নির্বাহী পরিচালক জনাব বিনয় কৃষ্ণ মল্লিক প্লাটফর্ম সদস্যদের সাথে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে শিশু কল্যাণ বোর্ড প্রতিষ্ঠায় তার ঐকান্তিক আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। মুক্তি সাউথ এশিয়ার জাতীয় কর্মসূচিতে এ বিষয়ের যৌক্তিকতা তুলে ধরবেন বলে তিনি উল্লেখ করেন। সবশেষে সকলকে মিটিং-এ সক্রিয় অংশগ্রহনের জন্য ধন্যবাদ জানান এবং অদ্যকার অর্ধ-বার্ষিক সমন্বয় সভার সমাপ্তি ঘোষণা করেন।

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031