জয়পুরহাট প্রতিনিধি ঃ ‘টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ মানুষ সবোজ পৃথিবী’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। দিবসটি উপলক্ষ্যে ১লা জুন বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্রমকর্তা ডাঃ মাহফজার রহমানের সভাপতিতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইসলাম , জেলা ভেটেরিনারী কর্মকর্তা ডাঃ রোস্তম আলী বক্তব্য দেন। পরে জেলা শহরের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের দুধ খাওয়ানো হয় ।
আপনার মতামত লিখুন :