ঢাকা ১৯ মে ২০২৪, রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও নেতৃত্ব দেবে যশোর : ডিসি


টেলিগ্রাম রিপোর্ট প্রকাশের সময় : মে ৪, ২০২৪, ৪:৫৯ অপরাহ্ণ / ২৭২২০
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও নেতৃত্ব দেবে যশোর : ডিসি

স্টাফ রিপোর্টার : যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেছেন, বৃটিশ ভারতে প্রথম জেলা যশোর। স্বাধীনতা সংগ্রামের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর। ডিজিটাল বাংলাদেশর প্রথম ডিজিটাল জেলা যশোর। এবার সরকারের রুপকল্প স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও নেতৃত্ব দেবে যশোর। এই ক্ষেত্রে যশোরের সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ শনিবার যশোর সার্কিট হাউজ মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক উপরিউক্ত কথাগুলো বলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফী জাকির হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, জাতির পিতা ৭১’ সালকে টার্গেট করে একটা জনযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন। জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তেমনি টার্গেট করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেছেন। এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য ২০৪১ সালকে টার্গেট করেছেন। সেই টার্গেট অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীরা। এেেত্র নেতৃত্ব দেবে যশোর। তিনি বলেন, দেশের প্রথম স্বাধীন জেলা যশোর। সাংস্কৃতিক অগ্রযাত্রায় যশোর অন্যদের থেকে এগিয়ে। স্থানীয় সাংবাদিকদের সবাই সংস্কৃতিকে ধারণ করেন, লালন করেন। তারা কোনো না কোনো সাংস্কৃতিক সংগঠনের সাথেও যুক্ত। মিডিয়ার সাথে সংস্কৃতির এই মেলবন্ধনের কারণে মিডিয়ায় যা বের হয় তার তুলনাই হয় না। সে কারণে বলা যায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও যশোরের সাংবাদিকেরাই সবার প্রেরণা হবেন। আবরাউল হাছান মজুমদার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। স্মার্ট বাংলাদেশের ল্য অর্জিত হলে বিশ্বে নেতৃত্ব দেবে বাংলাদেশ। কর্মশালায় যশোর প্রেস কাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহিন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিণ) মো. নজরুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) একেএম আজিজুল হক, উপপরিচালক (প্রশাসন) মো. সোহেল রানা, প্রোগ্রামার মোহা. আব্দুস সালাম, উপপরিচালক (চলচ্চিত্র প্রশিণ) মো. সহেল পারভেজ, পরিচালক নাহিদ নাজ, সহকারী পরিচালক মো. আবু মুসা সরকার প্রমুখ ।

 

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031