ঢাকা ১৯ মে ২০২৪, রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সরকারের উন্নয়নের বার্তা তুলে ধরে  জয়পুরহাটে এমপি প্রার্থী মোস্তাকের নাগরিক সভা


টেলিগ্রাম রিপোর্ট প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৩, ৫:৫৩ অপরাহ্ণ / ২৭২২০
সরকারের উন্নয়নের বার্তা তুলে ধরে  জয়পুরহাটে এমপি প্রার্থী মোস্তাকের নাগরিক সভা
জয়পুরহাট প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০৪১ বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণসহ সরকারের উন্নয়নের বার্তা সবার মাঝে পৌঁছে দিতে  জয়পুরহাটে নাগরিক  সমাবেশ করেছে জয়পুরহাট-১ আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট  পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট  পাঁচুর মোড়ে একনেকে ৪৯৯ দশমিক ৯০ কোটি টাকার জয়পুরহাট জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন ও এ জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনে  নাগরিক সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ,লীগের সহ-সভাপতি মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পাঁচবিবি উপজেলা আ, লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র  হাবিবুর রহমান হাবিব, জেলা আ,লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,সদস্য খোরশেদ আলম সৈকত, রফিকুল ইসলাম রফিক,
জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আমজাদ হোসেন,
জয়পুরহাট পৌর আ,লীগের সভাপতি  ইকবাল হোসেন সাবু, সাধারণ সম্পাদক কালীচরণ আগারওয়ালা,  জেলা যুবলীগ সভাপতি রাসেল দেওয়ান মিলন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গোলাম মোর্শেদ, জেলা ছাত্রলীগ সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সম্পাদক আবু বক্কর সিদ্দিকী রেজা।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট  পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন,আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০৪১ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। গত ১৫ বছরের উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনতে হবে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  আবারও সকলকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে ।

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031