ঢাকা ০৬ মে ২০২৪, সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

চৌগাছায় ছাত্র-ছাত্রীসহ দেড় হাজারের বেশি মানুষের যাতায়াতের রাস্তাটির বেহাল দশা!


টেলিগ্রাম রিপোর্ট প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৪, ১২:২১ অপরাহ্ণ / ২৭২২০
চৌগাছায় ছাত্র-ছাত্রীসহ দেড় হাজারের বেশি মানুষের যাতায়াতের রাস্তাটির বেহাল দশা!
রায়হান হোসেন, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছার নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের এক রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল দশা।ছাত্র-ছাত্রীসহ দেড় হাজারের বেশি মানুষের যাতায়াতের এ রাস্তাটি নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসীরা।
স্বরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষক লোকমান হোসেন বিচালি মাথায় হেটে যাচ্ছেন। মাথায় করে বিচালি নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বড় কোনো গাড়ি তো এই রাস্তা দিয়ে আসে না। মাথায় নেওয়া ছাড়া উপায় কি?”
তিনি বলেন, এ গ্রামের বেশিরভাগ লোকই কৃষক। মাঠে ধান তোলার সময় অর্থের বিনিময়ে শ্রমিক দিয়ে ফসল বাড়ি আনতে হয়। যার একমাত্র কারনই এই ভাঙা রাস্তা।
চাঁদপাড়া দফাদারপাড়া থেকে দক্ষিনপাড়ার কামাল হোসেনের বাড়ি পর্যন্ত এই রাস্তার একটু সামনেই চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের ছাত্র-ছাত্রীদের চলাচলের একমাত্র এ রাস্তাটি এখন ব্যবহারের অনুপযোগী।
চাঁদপাড়া গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা, আল-আমিন, ইয়ার আলী ও গৃহিনী হাসিনা বেগম জানান, গ্রামের ভেতরে প্রবেশ করতে পারে না জরুরি সেবার কোনো গাড়ি। এমনকি এই এলাকায় আত্বীয় স্বজনরা বেড়াতে আসলে ভাড়ায় চালিত কোনো বড় গাড়ি প্রবেশ করতে পারে না এমন অভিযোগও তুলেছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, সবাই মিলে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি পুনঃর্নির্মানের জন্য দাবি জানিয়েছেন। কিন্ত কেউ কোনোভাবে সুদৃষ্টি না দেওয়ায় ভোগান্তি নিয়েই এ রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের।
চাঁদপাড়ার ইউপি সদস্য আবু সালাম বলেন, প্রায় বিশবছর আগে তৎকালীন চেয়ারম্যান জয়নাল আবেদীন মুকুল এই রাস্তাটি নির্মান করেন। গত ২০১৮ সালের দিকে পাশে থাকা পুকুরের কারনে রাস্তাটিতে ভাঙন ধরে। বর্তমানে রাস্তাটি ব্যবহারের জন্য একেবারেই অনুপযোগী। দ্রুত এই রাস্তাটির পুনঃনির্মানের দাবি করেন তিনি।
চৌগাছা উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ বলেন, বিষয়টি সম্পর্কে এখনই জানলাম। তবে দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না হওয়াটা দুঃখজনক। স্বরেজমিনে গিয়ে রাস্তাটি দেখার পর এ বিষয়ে মন্তব্য করবেন বলে জানান তিনি।

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031