ঢাকা ০৬ মে ২০২৪, সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ডাক্তারের অভাবে হুমকির মুখে চৌগাছা হাসপাতালের চিকিৎসাসেবা!


টেলিগ্রাম রিপোর্ট প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৪, ১১:০১ পূর্বাহ্ণ / ২৭২২০
ডাক্তারের অভাবে হুমকির মুখে চৌগাছা হাসপাতালের চিকিৎসাসেবা!
রায়হান হোসেন, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ  উপজেলা পর্যায়ে বার বার পুরষ্কারপ্রাপ্ত যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান চিকিৎসা সেবাটাই এখন হুমকির মুখে। বর্তমানে প্রায় ২ লাখ উপজেলাবাসি এবং হাজারো বহিরাগতদের চিকিৎসা সেবায় হাসপাতালে ডাক্তার আছেন মাত্র ৭জন। অভিযোগ উঠেছে আগে থেকে চিকিৎসক সংকট এবং কিছু চিকিৎসকের স্বেচ্ছাচারিতা এবং দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ডের জন্যই এ অবস্থার সৃষ্টি হয়েছে।
গত ১৫ এপ্রিল হাসপাতালে ডাক্তার সংকটের বিষয়টি জানার পরে ১৬ এপ্রিল সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। দেখা যায় সকাল থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.লুৎফুন্নাহার লাকি, আরএমওর দায়িত্বপালনকারি ডা. ইমরান এবং ডা. সুরাইয়া পারভিন জরুরি বিভাগসহ শত শত রোগীদের সেবা দিচ্ছেন। এবং বিকালের শিফটে ডা.খন্দকার জুলকার ইসলাম দায়িত্ব পালন করবেন।
হঠাৎ করেই চিকিৎসক সংকটের কারন জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.লুৎফুন্নাহার লাকি বলেন, দীর্ঘদিন ধরেই চিকিৎসক সংকটে ভুগছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তিনি বলেন হাসপাতালে ১০টি বিশেষজ্ঞ চিকিৎসক পদের বিপরীতে অফিসিয়ালি আছেন ৫জন। তাদের একজনের পদের বিপরীতে বাকি ৪জনের ১জন ছুটি ছাড়াই ৬ মাস অনুপস্থিত এবং ২জন প্রেশনে অন্যত্র এবং একজন এনসথেসিষ্ট (অজ্ঞানের ডাক্তার)। আর আরএমও হিসেবে এখানে কেউই নেই। ১৯টা মেডিকেল অফিসার পদের বিপরীতে অফিসিয়ালি আছেন ৯জন। তাদের মধ্যে ৩৩ বিসিএসের ডা.মৃদুল কান্তি ২০১৪ সালের ২৬ আগষ্ট জয়েন্ট করে ১দিন অফিস করে ১০ বছরের মধ্যে আর আসেননি। এবং মেডিকেল অফিসার ডা. শান্তা ১ বছর হাসপাতালে আসেননা। তারপরেও চলছিল কিন্তু হঠাৎ করে ৪জন মেডিকেল অফিসারের অন্যত্র বদলি হওয়াতে চিকিৎসক সংকট দেখা দিয়েছে। ডা. লাকি বলেন, সকল বিষয়ে আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে সকল কিছু লিখিতভাবে জানিয়েছি।
বিশ্বস্ত সুত্র জানায়, বিশেষজ্ঞ ডাক্তার গোলাম রসুল (অর্থপেডিকস্) ছুটি ছাড়া ৬ মাস অন্যত্র ডাক্তারি করছেন। এবং মেডিকেল অফিসার ডা. মৃদুল কান্তি ১০ বছর এবং ডা.শান্তা ১ বছর অনুপস্থিত থাকলেও তারা মূলত প্রবাসে আছেন বলে জানা গেছে।
এদিকে হাসপাতালে পর্যাপ্ত ঔষুধ এবং ডাক্তারি সেবার মান ভাল হওয়ার কারনে দিন দিন রোগীর সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি দীর্ঘক্ষন লাইনে দাড়িয়ে থাকার কারনে রোগী এবং তার সাথে থাকা সাহায্যকারিরা ক্ষিপ্ত হয়ে উঠছেন। অন্যদিকে এই প্রচন্ড তাপাদহে সামান্য কজন চিকিৎসক শত শত রোগীকে সেবা দিতে গিয়ে রীতিমতো হাপিয়ে উঠছেন। তাই হাসপাতালের সেবার মান অক্ষুন্ন রাখতে এবং অসুস্থ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে অতিদ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সের শুন্য পদে চিকিৎসক নিয়োগে সরকারের যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলা আপামর জনগন।

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031