ঢাকা ১৯ মে ২০২৪, রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

দর্শনায় নাস্তিপুর সীমান্তে বিজিবির অভিযান: নারীর বুকের ভিতরে আড়াই কোটি টাকার ২০টি স্বর্ণের বার 


টেলিগ্রাম রিপোর্ট প্রকাশের সময় : মে ২৫, ২০২৩, ১২:৪১ অপরাহ্ণ / ২৭২২০
দর্শনায় নাস্তিপুর সীমান্তে বিজিবির অভিযান: নারীর বুকের ভিতরে আড়াই কোটি টাকার ২০টি স্বর্ণের বার 
দর্শনা প্রতিনিধি : দর্শনায় নাস্তিপুর সীমান্তে বিজিবির অভিযান: নারীর বুকের ভিতরে আড়াই কোটি টাকার ২০টি স্বর্ণের বার  উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।  চুয়াডাঙ্গা দর্শনায় নাস্তিপুর সীমান্তে বিজিবির অভিযানে ২০টি স্বর্ণের বার সহ শাহানারা (৪৮) নামের এক স্বর্ণ চোরাচালানি মহিলা আটক হয়েছে।  বুধবার দুপুরে নাস্তিপুর সীমান্তের কবরস্থানের নিকট থেকে একটি অটোরিকশা সহ তাকে আটক করা হয়। আটককৃত শাহানারা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের মোঃ কাশেমের স্ত্রী ।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতীয় পাচার হবে। খবর পেয়ে সীমান্তের বারাদী বিওপি কমান্ডার নায়েক ‍সুবেদার মোঃ আহসান কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৯/৬-আর হতে আনুমানিক ০১ কিলোমিটার  বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর গ্রামের জোড়া কবরস্থান এলাকায় এ্যাম্বুশ করে। দুপুর ২ টার দিকে  একটি অটো রিক্সা দর্শনা থেকে নাস্তিপুর সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবি সশস্ত্র টহল দল অটো রিক্সাটির গতিরোধ করে। অটো রিক্সায় অবস্থানকারী ব্যক্তিবর্গের মধ্যে একজন বোরকা পরিহিত মহিলাকে সন্দেহ করে। সন্দেহ ভাজন ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ কালে তার কাছে কোন চোরাচালানী পণ্য নেই মর্মে বিজিবি টহলকে অবহিত করে। পরবর্তীতে বিজিবি টহল দলের মহিলা সদস্যগণ আটককৃত চোরাকারবারী মোছাঃ শাহানারার দেহ তল্লাশি করে বুকের ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ০২টি প্যাকেট হতে ২০টি স্বর্ণের বার উদ্ধার করে।  যার ওজন ০২ কেজি ৩ শ ৪১ গ্রাম। এ বিষয়ে হাবিলদার মোঃ ওবাইদুর রহমান দর্শনা থানায় মামলা দায়ের করে আটককৃত আসামীকে থানায় হস্তান্তর এবং আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করণের কার্যক্রম প্রক্রিয়াধীন করছে।

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031